SCMS SCMS

স্কুল ইতিহাস

মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা । শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই । তাই দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে । উত্তরাঞ্চল তথা সমগ্র বাংলাদেশে যে কয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহে তাদের অন্যতম ।
সু-প্রসিদ্ধ কাটারী ভোগ চাল আরত রসাল লিচুর জেলা দিনাজপুর । সেই জেলার মাঝ দিয়ে বয়ে গেছে পুনর্ভবা নদী । এই নদীর প্রায় ছয় কিলোমিটার পুর্বে সমান্তরাল ভাবে বহমান ছিল গর্ভেশ্বরী নদী । কালের বিবর্তনে যা আজ মরা নদীর রূপ নিয়েছে । এই দুই নদীর মাঝখানে গড়ে উঠেছিল একটি বন্দর নগরী । এই বন্দর নগরীর আধুনিক রূপ আজকের দিনাজপুর শহর । আর এই শহরের প্রাণ কেন্দ্রে এক মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত ।
দেশের উত্তরাঞ্চলকে বলা হয়ে থাকে অবহেলিত জনপদ । কিন্তু অতীতের দিনাজপুর ছিল একটি সমৃদ্ধ বন্দর । তাই শস্য, সৌন্দর্য, শিল্প ও ঐশ্বর্যে ভরপুর দিনাজপুর ছিল একটি উন্নত জনপদ । তৎকালীন দিনাজপুর জেলার প্রাচীন শিল্লহা প্রতিষ্ঠানের মধ্যে ৩টি বালিকা উচ্চ বিদ্যালয় ছিল, তাদের মধ্যে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছিল অন্যতম । নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই বিদ্যালয়টি শুরু থেকে অগ্রনী ভূমিকা পালন করে আসছে । ১৮৫৪ সালের দ্রুত শিক্ষা বিতরণ নীতির অনুদান প্রাপ্ত আঠারটি বালিকা বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়টি অধিভূক্ত ছিল । তৎকালীন জেলা কালেক্টরের পত্নী মিসেস রেডেনশ এর ব্যাক্তিগত উদ্দ্যোগের সাথে মহারাজা জগদীশ নাথের আর্থিক সহযোগিতায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । এই অঞ্চলের মেয়েরা এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে আলোক বর্তিকা হস্তে শিক্ষার আলো সমাজে বিকিরণ করেছেন । বিদ্যালয়টি প্রতিষ্ঠার কয়েক বছর পরে একটি ইংরেজি মাধ্যমের উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় । অতঃপর ১৯৬১ সালে জাতীয় করণের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম “দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।”
১৮৬৯ সালে যখন এই শিখা প্রতিষ্ঠানটি প্রথম চালু হয় তখন এটি ১ম শ্রেণী হতে ৪র্থ শ্রেণী পর্যন্ত ছিল । পরে প্রতিষ্ঠানটিকে পর্যায়ক্রমে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে উন্নীত করা হয় । তৎকালে এই প্রতিষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্য ব্যতীত সকল বিষয়ে ইংরেজি মাধ্যমে পাঠ দান করা হত ।
এটি প্রতিষ্ঠার ৯২ বছর পরে ১৯৬১ সালের ১ এপ্রিল এটি জাতীয় করণ (প্রাদেশিকীকরণ) করা হয় । ১৯৪৮-৪৯ সাল পর্যন্ত এখানে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠদান করা হত । ১৯৫২ সালের পুর্ব পর্যন্ত মেট্রিকুলেশন পরীক্ষা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হত । কিন্তু ১৯৫২ সালের পর “ইস্ট বেঙ্গল সেকেন্ডারী এডুকেশন বোর্ড” ঢাকায় স্থাপিত হওয়ায় এই মেট্রিকুলেশন পরীক্ষা উক্ত বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে থাকে । পরবর্তীতে রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপিত হলে বিদ্যালয়টি রাজশাহী বোর্ডের অধীভূক্ত হয় এবং ২০০৮ সাল পর্যন্ত এস.এস.সি. পরীক্ষা রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় । অতঃপর ২০০৯ সাল থেকে অত্র বিদ্যালয়ের এস.এস.সি. পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে অনুষ্ঠিত হয়ে আসছে ।

পরিকল্পনায় : চন্দ্র শেখর ভট্টাচার্য (প্রাক্তন প্রধান শিক্ষক)
গ্রন্থনায় : কৃষ্ণ কান্ত রায় (সহকারি শিক্ষক)
তথ্য : মিতা জাহান (সহকারি শিক্ষক)